01819-547794
![]() |
মোহাম্মদ জসীম উদ্দীন অধ্যক্ষ ও সদস্য সচিব কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ। |
বাণিজ্যিক নগরী চট্টগ্রামের অতি সন্নিকটে নবগঠিত কর্ণফুলী উপজেলার অন্তর্গত কর্ণফুলী শাহ আমানত সেতুর ৩ কিলোমিটার দক্ষিণে মহাসড়কের পাশেই ৩.০৬ একর জায়গার উপর ১৯৮২ সালে প্রতিষ্ঠিত একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, শৃঙ্খলা, অসাম্প্রদায়িক চেতনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলায় এ প্রতিষ্ঠানের অংগীকার। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টসহ নানামূখী কর্মসূচী এ কলেজে পালন করা হয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বর্তমান বিশ্বের সাথে সংগতি রেখে আমাদের শিক্ষার্থীদের উচ্চ প্রযুক্তির যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য প্রযুক্তির উপর জোর দেয়া উচিত। এ লক্ষকে সামনে রেখেই এ কলেজের ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলেই কলেজের সকল তথ্য এবং কার্যক্রম সম্পর্কে জানতে পারে সেজন্যেই ডাইনামিক ওয়েবসাইট চালু করেছে। এতে সংশ্লিষ্ট সকলেই অতি সহজে প্রয়োজনীয় তথ্যে এক্সেস নিশ্চিত করতে পারবে এবং সামগ্রিক প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনবে। এই ওয়েবসাইট খোলার ফলে এ কলেজের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাসে আরো একটি নতুন অধ্যায় যুক্ত হলো। আমি এই উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের কাছে শুভেচ্ছ জানাচ্ছি এবং এই প্রোগ্রামটির সফলতা কামনা করছি। |
t