01819-547794
![]() |
সমীর রঞ্জন নাথ উপাধ্যক্ষ কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ। |
বীর প্রসবিনী কর্ণফুলী বিধৌত চট্টলার দক্ষিণ তীরে কর্ণফুলী উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ। এ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তৈরী করা হয়েছে ডাইনামিক ওয়েবসাইট। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের আত্মবিকাশই আমাদের অংগীকার।শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন তথা ক্লাসমূখী করার জন্য নানাবিধ কর্মসূচী প্রচলন রয়েছে। এ সকল তথ্য সহজেই যাতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই পেতে পারে সেই জন্যে তৈরী করা হয়েছে এই ডাইনামিক ওয়েবসাইট। কলেজের একাউন্টস, ভর্তি পদ্ধতি, পরীক্ষার ফলাফল সংরক্ষণ এবং শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা অনেক সহজ হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানে এই প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েবসাই সংযুক্ত হয়ে এ কলেজের গৌরবদীপ্ত সাফল্যকে স্পর্শ করবে এটিই আমাদের অন্যতম প্রত্যাশা। |
t